অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে জেরা করছে সিবিআই।বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাকে ডেকে পাঠানো হয়েছে। বীরভূমের আহমেদপুরের ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য দীর্ঘ দিন ধরে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ।তার ও স্ত্রী নামে বীরভূমে ৭ টি রাইস মিল রয়েছে। এছাড়াও বেনামে রয়েছে বহু সম্পত্তি৷ তবে অনুব্রতর গোরু পাচারের টাকাই কি লগ্নি হত এই সম্পত্তিগুলির ক্ষেত্রে তদন্ত করে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ অন্যদিকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ী সুজিত দে-র বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল সিবিআই। আবারও এই সুজিত দে-র বাড়িতে এসে তাকে নোটিশ দিয়ে গেল সিবিআই গোয়েন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 9 =