ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা হয় হাইকোর্টের। আগের বিধানসভা ভোটের পর যা হয়েছিল এখনও তাই হচ্ছে। আপনাদের লজ্জিত হওয়া উচিত। ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের। বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং এটা বন্ধ করতে হবে, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের।

বন্ধ করতে হবে ভোট পরবর্তী সন্ত্রাস, রাজ্য নিয়ন্ত্রণ করতে না পারলে বা সব তথ্য করতে পেশ না করলে ৫ বছর কেন্দ্রিয়বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হবে রাজ্যকে কড়া বার্তা দিয়ে মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চের। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটলে সরাসরি ডিজিকে ইমেলে অভিযোগ জানাতে পারবেন, আদালতগ্রাহ্য অপরাধ হলে সঙ্গে সঙ্গে ডিজি স্থানীয় থানাকে FIR দায়েরের নির্দেশ দেবেন, FIR দায়ের করার পর উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ নির্দেশ বিচারপতির।
রাজ্যে আজ পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লাগু আছে সওয়াল রাজ্য সরকারের, পাল্টা আপনারা কি অস্বীকার করতে পারবেন যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে না রাজ্যকে পাল্টা প্রশ্ন বিচারপতির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 9 =