”আপোস করিনি, আপোস করব না” রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান সুদীপ্তা চক্রবর্তীর। পুরস্কার প্রত্যাখ্যান করে তথ্য সংস্কৃতি দফতরকে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপোস করিনি, আপস করব না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পুরস্কার বাবদ দেওয়া ২৫ হাজার টাকাও ফিরিয়ে দেব। রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিধায়ক। এত মিথ্যাচারের সামনে মাথা নত করব না। সম্মান নিশ্চয়ই এর পরও পাব। কিন্তু শিরদাঁড়া শক্ত রাখব। এই শিক্ষাই তো পেয়েছি মা-বাবার কাছ থেকে। সেখান থেকে সরব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 10 =