মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত বহুলা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিক্ষোপ দেখালো সিপিআইএম । এই দিন সিপিএমের বহু কর্মী সমর্থক আবাস যোজনার বাড়ির দাবিতে বিক্ষোভের সামিল হন ।
স্থানীয় সিপিআইএম নেতা প্রবীর মন্ডল জানান,” আবাস যোজনায় এই এলাকার বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে । ঠিক কি কারণে বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে আজ বহুলা পঞ্চায়েত প্রধানের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সিপিএমের পক্ষ থেকে” ।
এ বিষয়ে বহুলা পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর সিং বলেন,” যে সারা বছর সিপিএমের কোন কাজ থাকেনা সামনে পঞ্চায়েত ভোট তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব করছে সিপিআইএম । আমরা মানুষের জন্য সবসময় কাজ করছি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি বলেন তিনি ”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =