আরজি করে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ধরনা মঞ্চে এক পরিত্যক্ত ব্যাগ ঘিরে তুমুল উত্তেজনা। ইতিমধ্যেই সেখানে পৌঁছচ্ছে বম্ব স্কোয়াড। একদিকে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ছেন জুনিয়ার চিকিৎসকেরা। তখনই আরজি করে চিকিৎসকেদের ধরনা মঞ্চে দেখা গেল একটি সন্দেহজনক ব্যাগ। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছয় বম্ব স্কোয়াড এবং তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে। তাঁদের সঙ্গে রয়েছে CISF এর জওয়ানরাও।

জানা যাচ্ছে, ওই ব্যাগটি বেশ কয়েক ঘণ্টা ধরে চিকিৎসকেদের ধরনা মঞ্চে পড়েছিল। এভাবে এতক্ষণ ধরে ওই ব্যাগ পড়ে থাকা নিয়ে সন্দেহ দানা বাঁধে। ইতিমধ্যেই এলাকা মুহূর্তে ঘিরে ফেলেছে পুলিশ। আরজি করের মূল ফটকের সামনেই জরুরি বিভাগের কাছে রয়েছে ধরনা মঞ্চ। সেখানেই ওই পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =