বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ‘আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ’, এই মন্তব্য করে মুরারইয়ের জনসভা থেকে আন্দোলনকারীদের নিশানা করেন চন্দ্রনাথ।তিনি বলেন, ‘পরশু রাতে আবার তাঁরা রাত দখলের নামে রাস্তায় নেমেছিলেন কলকাতা-সহ বাংলার অনেক শহরে। যাঁরা সিপিএম-বিজেপির ঝান্ডা নিয়ে মালতামি করছেন, তাঁদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবেন না। এই ধরনের আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে দেয়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।’

আরজি কর কাণ্ডে তোলপাড়ে গোটা রাজ্য। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহেই তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী আন্দোলনকারীদের একাংশকে হুঁশিয়ারি দিয়েছেন কারামন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =