কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনার সামনে টিকতে পারল না কোনও প্রতিপক্ষই।পেরুকে ২-০ হারিয়ে এবারের কোপায় গ্রুপ পর্বের অভিযান শেষ করল আর্জেন্টিনা। কানাডা, চিলির পরে এবার পেরু। জোড়া গোল করে দেশকে জেতালেন লাউতারো মার্টিনেজ। চোটের জন্য এদিনের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। এক ম্যাচ নিষিদ্ধ থাকার শাস্তি পাওয়ায় ডাগ আউটে থাকতে পারেননি কোচ লিওনেল স্কালোনিও। তা সত্ত্বেও লা অ্যালবিসলেস্তের জয়ের হ্যাটট্রিক থেমে থাকেনি। গত দুই ম্যাচের মতো এদিনও ত্রাতা হয়ে উঠলেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলান তারকার গোলেই এদিন জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করে আর্জেন্টিনা । তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তাঁরা।একটাও গোল হয়নি ম্যাচের প্রথম ৪৫ মিনিটে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মার্টিনেজ।৪৭ মিনিটে পিছিয়ে পড়ার পরেও ম্যাচে ফিরে আসার চেষ্টা চালিয়ে যায় পেরু। তবে তাদের যাবতীয় আশায় জল ঢেলে ৮৬ মিনিটে ফের মার্টিনেজের গোল।অন্যদিকে, এদিন হারের পর কোপা থেকে বিদায় নিল পেরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 11 =