আর জি কর কাণ্ডে এবার কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি, বিরোধীদের চক্রান্তের অভিযোগ করেছেন। এসব রুখতে লড়াইতে ‘সেনাপতি’ অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাইলেন কুণাল। তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিজের X-হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘RG কর, আমরাও প্রতিবাদী। দোষী/দের ফাঁসি চাই। কিন্তু তৃণমূল এবং বাংলার বিরুদ্ধে শকুনের রাজনীতি বামরামের। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব রুখতে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয় ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাবতে হবে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + fourteen =