আসানসোল জেলা হাসপাতালে পুলিশ হেফাজত থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর হাসপাতাল ও পুলিশ মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আধিকারিকদের একটি টিম বিষয়টি তদন্ত করতে হাসপাতালে পৌঁছায়।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তের নাম মন্দিল বিপ্লব। সম্ভবত তাকে গত ২৫ তারিখ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় তাকে জেলা হাসপাতালের পুরোনো মেল মেডিকেল ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে সন্ধ্যা ৭টার দিকে তিনি হঠাৎ নিখোঁজ হন। অভিযুক্ত জানালা ভেঙে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালু হয়েছে পার্শ্ববর্তী সমস্ত থানাকে এলার্ট করা হয়েছে। পাশাপাশি সমস্ত নাকা চেকিং গুলিকেও এলার্ট করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − sixteen =