ইডির উপর হামলার তদন্তে সিবিআই-স্ক্যানারে পুলিশের ভূমিকাও। শেখ শাহজাহানের মার্কেটে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামল। সকাল ৭টা ৫৫-য় রাজবাড়ি ফাঁড়ির দায়িত্বে থাকা অফিসারকে জানান এক সিভিক ভলান্টিয়ার। কিন্তু ফাঁড়ি থেকে তাঁকে মার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকতে বলা হয়। প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উল্লেখ সিবিআইয়ের চার্জশিটে, সাক্ষীদের বয়ানেও গরমিলের অভিযোগ সিবিআইয়ের। পুলিশের কাছে দেওয়া বয়ান অস্বীকার অধিকাংশ সাক্ষীর। পুলিশ নাম-পরিচয় জিজ্ঞাসা করেই ছেড়ে দিয়েছে বলে অভিযোগ। বয়ান অস্বীকার করে দাবি অধিকাংশ সাক্ষীর, উল্লেখ সিবিআইয়ের চার্জশিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =