বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে উলুবেরিয়া স্টেশনের কাছে ডোম পাড়ায়। রেল পুলিশ সূত্রে খবর, চারজন কিশোর উলুবেরিয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডিল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। সেই সময় হঠাৎ লোকাল ট্রেন চলে আসায় তিন কিশোর ঘটনাস্থলে কাটা পড়ে।তিনজনেরই মৃত্যু হয়।মৃতদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।একজন কিশোর ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে উলুবেরিয়া থানার পুলিশ এবং রেল পুলিশ।এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Home জেলা
