বেশ কিছু দিন আগেই জঙ্গিপূর পুলিশ জেলা প্রায় ১৯ টি হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করে,আর এবার ফের গাঁজা উদ্ধার করলো জঙ্গিপুর পুলিশ জেলা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে রঘুনাথগঞ্জের উমরপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে জিভ দিয়ে একটি পিকআপ গাড়িতে করে বেগুনের বস্তাম ভরা ছিল গাঁজা আর ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।তবে ঘটনায় গ্ৰেফতার করা হয়েছে দুজন ধৃতকে।ধৃতদের নাম বিশ্বজিৎ দাস ও রাহুল আলি ।ধৃতদের আজকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠানো,তাদের সাথে কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করে দেখছে পুলিশ।অন্যদিকে বারবার বড়োসড়ো সাফল্য পাওয়া জঙ্গিপুর পুলিশ জেলাকে সাধুবাদ জানিয়েছে সকলেই।