নদীয়ার কৃষ্ণনগরের ভাতজাংলা পালপাড়া মোড়ে ন্যাশনাল হাইওয়ের রাস্তা সংস্করণ চলছে যার ফলে এলাকার সাধারণ মানুষেরা রাস্তা পারাপার করতে সমস্যায় পড়ছে, যেখানে রাস্তা পার হতে সময় লাগে এক মিনিট সেখানে রাস্তা পারাপার হতে হচ্ছে এক থেকে দুই কিলোমিটার ঘুরে ফলে সময়ও লাগছে অনেকটা। সাধারণ মানুষ এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে এন এইচ সংস্করণ আধিকারিকদের সাথে বসতে চাইলেও তারা বসেননি যার ফলে আজ হাই রোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। বিক্ষোভের জেরে সমস্যায় পরে পথ চলতি যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেই অবরোধকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 16 =