২১ বল বাকি থাকতে ৭ উইকেটে বাজিমাত করলো কলকাতা নাইট রাইডার্স

মিচেল স্টার্ক (Mitchell Starc) কি ফিট? পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আগের ম্যাচে খেলতে পারেননি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। তাঁর আঙুলে চোট ছিল বলে কেকেআর শিবির থেকে জানানো হয়েছিল। অস্ট্রেলীয় পেসার ফিট কি না, তা নিয়ে নাইট শিবির থেকে ধোঁয়াশা রাখা হয়েছে।

নাইটদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, ‘ওর চোট ছিল। সেটা কতটা সেরেছে, প্র্যাক্টিসে দেখে বুঝব। তারপর সিদ্ধান্ত নেব।’ ধোঁয়াশা বজায় রেখেছেন পণ্ডিত মশাই।

সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের (KKR vs DC) বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। সেই ম্যাচে কি খেলবেন স্টার্ক? রবিবার চার পা দৌড়ে প্র্যাক্টিসে বল করেছেন বাঁহাতি পেসার। তাঁর বলের গতিতে খুব একটা ফারাক পড়েনি।

স্টার্কের পরিবর্ত হিসাবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। কেকেআর জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। যদিও অভিষেক ম্যাচ দ্রুত ভুলতে চাইবেন শ্রীলঙ্কার পেসার। কারণ, পাঞ্জাব কিংসেব বিরুদ্ধে পুরো চার ওভার বল করানো যায়নি চামিরাকে। ৩ ওভারে ৪৮ রান খরচ করেন শ্রীলঙ্কার ক্রিকেটার। স্টার্ক প্রচুর রান খরচ করছেন বলে হইচই ফেলেছিলেন যাঁরা, তাঁরা চামিরার পারফরম্যান্স দেখেও অখুশি। ফিট থাকলে স্টার্ক সোমবার দলে ফিরতে পারেন। তিনি চার ওভার বল করে দিতে পারবেন বলেই মনে হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেও শুধু কেকেআরের বোলিংয়ের সময় নামানো হতে পারে স্টার্ককে। একান্তই তিনি না পারলে খেলানো হবে চামিরাকে।

কেমন হতে পারে দিল্লির একাদশ? কে হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার? পৃথ্বী শকে দিয়ে ওপেন করানো হবে, নাকি অভিষেক পোড়েল ইনিংসের সূচনা করবেন? দেখে নেওয়া যাক কেকেআর ও দিল্লির সম্ভাব্য দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + fifteen =