কোচবিহারে ৩১ নম্বর জাতীয় সড়কে অসমের এক জমি ব্যবসায়ীকে লক্ষ করে শ্যুটআউট। জানা গিয়েছে সুশীলচন্দ্র দাস নাম ওই জমি ব্যবসায়ী কোচবিহারের বাণেশ্বরে কাঁকড়াবাড়িতে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল রাতে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে গুলি করে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি আহত ব্যাক্তিকে উদ্ধার করে এম জে এম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কার্যত গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 15 =