খিদিরপুরের বাসিন্দা দুই কিশোর। দুই কিশোরের নাম – সানি সাউ (১৯), নীতিশ সাউ (২১).পরিবারের সঙ্গে দাদুর বাৎসরিক ক্রিয়া-কলাপ করতে গিয়ে জাজেস ঘাটে এসেছিল তারা। নীতিশ হটাৎ তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসে সানি। কিন্তু পাড়ে সেও আর উঠতে পারেনি।
তারপর তলিয়ে যায় দুইজন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + nineteen =