২১ তারিখ রাতে চক কাঠালিয়া রিজেন্ট কলেজের সামনে খুন হয়েছিল ২২ তারিখ সকালের দেহ উদ্ধার হয়েছিল। বিশ্বনাথ সিট নামে টিটাগর নতুন পল্লীর বাসিন্দা এক যুবক তাকে তার বন্ধুরা খুন করে হাত পা বেঁধে পুকুরে ফেলে দিয়েছিল। সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। আজ তাদের মধ্যে একজনকে পুলিশ ঘটনাস্থলে নিয়ে এসে রিকনস্ট্রাকশন করায় কিভাবে খুন করা হয়েছিল কিভাবে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল সমস্ত ঘটনা পুলিশকে দেখায়। এরপর খুন করার পর যে মোটরসাইকেলে নিয়ে তারা পালিয়ে গেছিল কল্যাণী একটি পুকুরের মধ্যে মোটরসাইকেল ফেলে দিয়েছিল আজ পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে।