বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভীমগরে দীর্ঘ দিন ধরে রয়েছে কংক্রিটের প্রাচীর বেস্টিত খড়ের ছাউনি দিয়ে তৈরি এই ইস্কনটি। অভিযোগ, গত ৯ ডিসেম্বর রাতে এই ইস্কনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে সেই আগুন খুব বেশি ছড়ানোর আগেই ভক্তরা দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভায় ৷ একই ভাবে এদিন ভোর রাতে মন্দিরের চার দিক থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠ দুষ্কৃতিদের বিরুদ্ধে। ওই আগুনে বিগ্রহ সহ ভস্মীভূত হয়ে যায় সমগ্র মন্দির ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =