ঘরের মাঠে এ মরশুমে এটাই নাইটদের শেষ ম্যাচ ছিল। বাকি দুই ম্যাচ খেলতে হবে বাইরের মাঠে। তাই শনিবারই প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে ইডেনে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে চাপে পড়েও অনবদ্যভাবে ফিরে এসে দুই পয়েন্ট ছিনিয়ে নিল KKR। বৃষ্টির জেরে নির্ধারিত সময়ের পৌনে দু’ঘণ্টা পরে ম্যাচ শুরু হয়। ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৬। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় KKR-কে। KKR-র স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৫৭ রান।

KKR-র সামনে টিকতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে হার স্বীকার করতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। ম্যাচ শেষে KKR ফ্যানেদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে একটি লাইট শো চলে ইডেনের মাঠে। এরপরেই খেলা শেষে মাঠ প্রদক্ষিণ করেন KKR টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =