জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে CBSE-র দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে। CBSE-র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়ে তা চলবে ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুইদিন পর অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১:৩০ পর্যন্ত।CBSE-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম বিষয় হবে অন্থ্রোপ্রনওরশিপ।

অন্যদিকে, প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের প্রথম দিন থেকেই। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন। তবে দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 15 =