মালদা জেলার চাঁচলে হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের নজরুল বাস টার্নিমিনাস চত্বরে ম্যাক্সি চালকদের মারধরের অভিযোগ তোলেন টোটো চালকের বিরুদ্ধে। এই কারণে ক্ষুদ্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো ও ম্যাক্সিমো চালকেরা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বরুপগঞ্জ লাইনে টোটো চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করে সেখানে বেনিয়ম ভাবে যাত্রী উঠানোকে কেন্দ্র করে টোটো চালকের সাথে ম্যাক্সি চালকের বচসা হয়। জানা গিয়েছে আহত ম্যাক্সি চালকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। চাঁচল থানার পুলিশ টোটো চালককে আটক করে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − seven =