পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা এলাকার ঘটনা। কৃষকদের অভিযোগ, জমি ফসল ঘরে নিয়ে আসতে প্রাণ বেরিয়ে যায় তাদের৷ কারণ, জমি থেকে ফসল ঘরে আনার কোনও রাস্তাই নেই৷ বৃষ্টি হলে কিংবা বর্ষার সময় কাদা রাস্তায় মানুষ যেমন পিছলে পড়ে, তেমনই উলটে যায় ট্র্যাক্টর সহ অন্য গাড়িও ৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে এলাকার কয়েকশো কৃষক অনেকবার ত্রিস্তর পঞ্চায়েত, এমনকি ব্লক প্রশাসনের কাছেও আর্জি জানিয়েছেন ৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ তাই তাঁরা নিজেরাই এবার রাস্তা তৈরি করতে শুরু করে। কৃষকদের আবেদন মুখ্যমন্ত্রীর জেলা সফরে যাতে এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে দৃষ্টি আকর্ষণ করে এই রাস্তাটি করে দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =