নবমীর রাতেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ-পত্নী।সৌরভ-পত্নীর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে।নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা। সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা।সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার।কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি।এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।উডল্যান্ড হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা।হাসপাতাল সূত্রে খবর,গায়ে জ্বর রয়েছে ডোনার।ব্যথাও অনুভব করছেন।এ ছাড়াও শরীরে র‍্যাশ রয়েছে তাঁর।তাঁকে ওষুধ দেওয়া হয়েছে।এ দিন সল্টলেকের করুণাময়ীতে দশেরার অনুষ্ঠানে যোগদেন বাতিল করে স্ত্রীকে দেখতে হাসপাতালে BCCI সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 9 =