ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে যুবক এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। যুবকের বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মসলা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকত ওই যুবক। ঘর বন্ধ করে মোবাইল ঘাটতো। কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হতো প্রবীর চট্টোপাধ্যায় অর্থাৎ ওই যুবক। জয়নগর থানা সূত্রে খবর সম্প্রতি কিছু যুবকের সাথে তার ঝামেলা বাধে। তাদের শায়েস্তা করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে। তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 15 =