ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটার ধর্মপুর ১ নং পঞ্চায়েতের হসপিটাল মোর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মপুরের আমবৌলা মডান জুট মিলে কাজ করতেন নেপালের বাসিন্দা বিশ্ব ছেত্রী নামে এক যুবক। ১০-১৫ দিন আগে সে এখানে কাজে এসেছিল। বুধবার জুট মিলের যন্ত্রাংশ খারাপ থাকায় কাজ বন্ধ ছিল, আর এ দিনই জুটমিলের ভিতরের একটি গভীর পুকুরে স্নান করতে নামে বিশ্ব।জানা যায়, সাঁতার না জানায় পুকুরের তলিয়ে যায় সে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জেলেদের ডেকে পুকুরে জাল টেনে প্রায় চার ঘন্টা পরে মৃত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eleven =