কলকাতা পুরসভায় আসা ছোটদের সামনে বসে কথা বললেন মেয়র। শুনলেন ওদের নানা সমস্যার কথা, পাশাপাশি আশীর্বাদও করলেন তিনি। কলকাতা পুরসভায় হাজির শহরের একদল খুদে। তাদের জমানো কত কথা, শহর নিয়ে তাদের মধ্যে কত চিন্তাভাবনা। কয়েক হাত দূরে ‘মেয়র আঙ্কেল’কে পেয়ে সব বলে দিল ওরা। আর মেয়র? ফিরহাদ হাকিম অকপটে তাদের বলেছেন, শহর নিয়ে তোমরা এত ভাবো, আমি যখন ছোট ছিলাম এত কিছু ভাবতাম না। খুব ভালো লাগল।

মেয়র ফিরহাদ হাকিমের পরামর্শ, যখন রাস্তায় বেরবে সঙ্গে একটা নোট বই রাখবে। যখনই যেটা অন্যরকম মনে হবে, লিখে রাখবে। পরের বার যখন আসবে আমায় বোলো, ঠিক করে দেব। তিনি আরও বলেন আই এপ্রিশিয়েট অল অফ ইউ। এই জেনারেশনের ছেলেমেয়েরা চিন্তাভাবনায় কত এগিয়ে, শহরের ৬টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এদিন পুরসভার কেন্দ্রীয় ভবনে ‘টক টু মেয়র আঙ্কেল’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। মূলত শহরের দরিদ্র ছেলেমেয়েরা এদিন পুরসভায় মেয়রের সঙ্গে দেখা করতে আসে। ওদের মধ্যে অনেকে আবার কথাও বলতে পারে না। তবু এসেছে মেয়র আঙ্কেলে’র সঙ্গে দেখা করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 19 =