টোটো চালকদের আনন্দোলনের জেরে উত্তাল বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন চত্বর। ভোগান্তী স্বিকার হচ্ছে আগত যাত্রীদের একাংশ। আনন্দোলনের কারণ সমূহ নিয়ে বোলপুর টোটো সংগঠন জানাচ্ছে যে, দীর্ঘ দিন ধরে বোলপুর রেল স্টেশনে প্রথমে প্যাডেল চালিত রিক্সাদের স্ট্যান্ড অনুমোদন দিয়েছিল দিল্লি থেকে। তারপর রিক্সা উধাও হয়ে যাওয়ার পর টোটো দের স্ট্যান্ড হয় স্টেশন চত্বরে । এই টোটো স্টান্ড যদি রেল কর্তৃপক্ষ সড়িয়ে দেয় তাহলে । আমদের বৃহত্তর সন্মুখীন হতে হবে । একই সঙ্গে ভোগান্তীর স্বীকার হতে হবে।আমদের অনুরোধ যদি রেল কর্তৃপক্ষ না রাখে তাহলে আমরা স্টেশন চত্বরে স্তব্দ করে দেব । এমনটাই হুশিয়ারী দিয়েছে বোলপুর রেল কর্তৃপক্ষকে টোটো চালক সংগঠনের প্রায় শতাধিক সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + thirteen =