স্থানীয় সূত্রে খবর দেগঙ্গার গাংধূলাট এলাকার একটি ICDS সেন্টারে ডিম না পেয়ে প্রতিবাদ করলে এক অভিভাবক কে মারধরের অভিযোগ শিক্ষিকা ও তার ছেলের বিরুদ্ধে। আহত গৃহবধূর নাম প্রতিমা মন্ডল,আহত গৃহবধূর চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। হাসপাতালের গৃহবধূর ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার স্কুলে গিয়ে নাতির পাওনা ডিম চাইতে যান প্রতিমা। অভিযোগ ডিম দেননি শিক্ষিকা,প্রতিমা প্রতিবাদ করলে শিক্ষিকার ছেলের সাথে প্রতিমার প্রথমে বচসা বাধে,তারপর মারধর করে প্রতিমার মাথা ফাটিয়ে দেন শিক্ষিকা ও শিক্ষিকার ছেলে , স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান হাড়োয়া হাসপাতালে।যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন শিক্ষিকা।