রাজ্যের বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ।ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক রোগীর মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া যায় প্রশাসন মারফত। লাগাতার ডেঙ্গু আক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকা সত্ত্বেও প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুললো বিজেপি। সেই কারণেই ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতাকে কটাক্ষ করে রাস্তায় প্রতিবাদ ও ডেপুটেশন কর্মসূচি রানাঘাট শহর মণ্ডল এক নম্বর যুব মোর্চার।রানাঘাট শহরের বুকে ভ্যানের মধ্যে রীতিমতো মশারি টানিয়ে এমনই অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখা গেল রানাঘাট শহর মন্ডল ১ যুব মোর্চা দের তরফ থেকে।
এ বিষয়ে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব সভাপতি সুকান্ত বিশ্বাস জানান, “আজকে আমাদের বিক্ষোভের মূল ও প্রধান দাবি হচ্ছে গোটা পশ্চিমবাংলার যেভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে তার প্রভাব থেকে বাদ যায়নি আমাদের প্রাণের শহর রানাঘাটও। কিন্তু ডেঙ্গু বাড়ার সাথে সাথে প্রশাসনের যে পদক্ষেপ থাকা দরকার সেখানে চূড়ান্ত ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যুব মোর্চা আজকে আমরা রাস্তায় নেমে আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি”। এদিন রানাঘাট শহরের বুকে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের হাতে ব্যানার নিয়ে রাস্তা পরিক্রমা করে পৌরসভা এসে তারা ডেপুটেশন জমা দিলেন বলে জানা যায়।