গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মাতঙ্গিনী ব্লকের তমলুক থেকে মেছেদাগামি রাজ্য সড়কের বুড়ারিতে বাইকের সাথে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর আহত আরো ৫ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক মেছেদা থেকে তমলুকগামী যাওয়ার সময় বুড়ারিতে অপর দিক থেকে আসা এক প্রাইভেট গাড়ি সজরে ধাক্কা মারে। এর ফলে ওই বাইকের পেছনে বসে থাকা এক যুবতী সহ ওই বাইক আরোহী পাশে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এই মুখোমুখি সংঘর্ষের ফলে পাশে থাকা ইলেকট্রিক খুঁটি পর্যন্ত ভেঙে পড়ে রাস্তার উপর। স্থানীয়রা তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে স্থানীয় জনুবসান স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বাইক আরোহীর পেছনে বসে থাকা যুবতীকে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে সাইকেল আরোহী ও প্রাইভেট গাড়ি মিলিয়ে আরো পাঁচজন ব্যক্তি গুরুতর আহত হয় তাদেরকে অন্য হাসপাতালে রেফার করা হয় বলে জানান চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − nine =