গতকাল রাতে মহেশতলার একটি বহুতল আবাসনের নয় তলা থেকে পড়ে গুরুতর জখম হয় আট বছরের অন্বেষা ঘোষ। প্রতিবেশীদের সহায়তায় অন্বেষাকে প্রথমে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলেও অবস্থার অবনতি ঘটায় কলকাতার সিএমআরআইতে স্থানান্তরিত করতে হয়। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্বেষা। আবাসিক এবং পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় সরকারি চাকুরিজীবী গৌতম ঘোষ ও তার পরিবার তাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজো উপলক্ষে একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের পাশাপাশি তার নিজের মেয়েও বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে ওই অগ্নি নির্বাপন জরুরি অবতরণের গহবরে অন্বেষা সহ আরো একটি বাচ্চা লুকাতে গেলে নয় তলা থেকে সে নিচে পড়ে গেলেও অপর বাচ্চাটি উপরে উঠে আসতে পারে। এই ঘটনা আবাসিকদের মধ্যে চাউর হতেই আবাসন অফিসে আবাসিকরা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা মনে করছেন আবাসন কর্তৃপক্ষের গাফিলতির জন্যেই বারবার এই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন আবাসিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − eleven =