দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দল, আটকে দেওয়া হল গাড়ি। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় বিজেপির কেন্দ্রীয় দলের সদস্য বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। ক্ষোভ উগরে দিলেন দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে।

ঘরছাড়া এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপির কেন্দ্রীয় দলকে। এদিন আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। তাঁরা ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে।

রাস্তায় হাত দেখিয়ে বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী-সমর্থকেরা। মহিলাদের একাংশ গাড়ি থেকে তাঁকে নেমে আসার অনুরোধ জানান। এর পাশাপাশি সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা দাবি করেন, ৪ ঠা জুন ভোটের ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − nine =