দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে হঠাৎই ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দু’দিন আগেই আবগারি মামলায় জামিন পেয়ে বেরিয়েছেন তিনি। রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে পদত্যাগ করছেন তিনি। মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন। রবিবার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা করেন। তিনি বলেন, “দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না। প্রত্যেক বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।” তিনি আরো বলেন,”আপনারা বলুন, আপনারা আমাকে দোষী মনে করেন না নির্দোষ? কেজরিওয়াল সৎ না অসৎ? দু’দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি আমি। মানুষ রায় না শোনানো পর্যন্ত ওই চেয়ারে বসব না আমি।”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 5 =