পূর্ব ভারতের সর্ববৃহত্তম নোনা মাছের নিলাম কেন্দ্র দীঘা মোহনায় উঠল ২২টি তেলিয়া ভোলা । যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। শনিবার ভূবন বেরার একটি ট্রলার ২২টি তেলিয়াভোলা নিয়ে বি সি বি কাঁটায় নিয়ে আসে । যার এক একটির ওজন ২০-২২ কিলো করে। কলকাতার একটি কোম্পানির সঙ্গে ১৪ হাজার ৮০০ টাকা কিলো দরে নিলাম চলছে। এখন পর্যন্ত ৬৫ লক্ষ টাকা পেরিয়ে গেছে। এই মাছ গুলো দেখতে ভিড় জমান দীঘায় আগত পর্যটক থেকে মৎস্য ব্যবসায়ীরা । স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকটি তেলিয়া ভোলা বিসিবি নামক একটি আড়তে উঠে । যার বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি । এই মাছ বিদেশের রপ্তানি হয়এবং এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলেই দাম এত বেশি ৷