কল্যাণী গয়েশপুর ও সগুনা অঞ্চলের রেল যাত্রীদের সমস্যায় নিয়ে ৫ দফা দাবিতে কল্যাণী রেলওয়ে টেশন ম্যানেজারের নিকট বামেদের ডেপুটেশন। সুগুনা ও গয়েশপুর অঞ্চলের মানুষের যাতায়াতের ক্ষেত্রে অন্যতম কল্যাণী রেলগেট। সেই রেলগেটে বেশিরভাগ সময় যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়তে হয়।কল্যাণী চত্বরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল সহ একাধিক সরকারী আধিকারিক অফিস। এছাড়াও দীর্ঘদিন ধরে ওভারব্রিজ ভাঙা থাকায় তা বন্ধ হয়ে রয়েছে। ফলে গয়েশপুর ও সগুনা অঞ্চলের মানুষের যাতায়াতের সমস্যা দিনের পর দিন বাড়ছে। এছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে টিকিট কাউন্টার। ফলে টিকিট কাটতে না পারায় গয়েশপুর ও সগুনা অঞ্চলের রেল যাত্রীদের মাঝেমধ্যে টিটিদের হেনস্তার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও সগুনা ও গয়েশপুর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি অটো স্ট্যান্ডের দাবি করেন সিপিএমের পক্ষ থেকে।তাই যাতায়াতের সুবিধার্থে দ্রুত ওভারব্রিজ, টিকিট কাউন্টার তৈরীর দাবি করেন আজ। একদিকে যেমন গান্ধী হাসপাতাল রয়েছে অপরদিকে জহরলাল নেহরু হাসপাতাল, এছাড়াও নতুন করে কল্যাণীতে চালু হয়েছে আন্তর্জাতিক হাসপাতাল AIIMS । উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতে বিভিন্ন জায়গা থেকে রোগী যাতায়াত বাড়ছে কল্যাণীতে। ফলে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ওভারব্রিজেটি। ওভার ব্রিজটি তৈরি হলে সাধারণ মানুষ থেকে এই অঞ্চলের মানুষ অনেকটাই উপকৃত হবে। এছাড়াও দ্রুত রেল গেটের সমস্যা সমাধানের দাবি করেন বাম নেতৃত্ব। আজ এই পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন কল্যাণী টেশন ম্যানেজারের কাছে। দ্রুত তাদের এই দাবি না মানলে ভবিষ্যতে বড়সড় আন্দোলন ও ট্রেন অবরোধেরও হুঁশিয়ারি দিলেন বাম নেতৃত্ব।
Home Uncategorized