ফের মমতার নিশানায় কার্তিক মহারাজ। এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান বলে নিশানা মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে বিজেপির প্রতীক বুকে লাগিয়ে বাইরে আসুন বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বাঁকুড়ার ওন্দায় নির্বাচনী প্রচারে যান তৃণমূল নেত্রী। সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি আশ্রম চালান আমার কোনও আপত্তি নেই। আমি যখন জিজ্ঞেস করলাম তৃণমূলের এজেন্ট নেই কেন, তখন বলল কার্তিক মহারাজ বসতে বারন করেছে। ওখানে কিছু লোককে ঠেকিয়েছে, যারা ছানার ব্যবসায়ী, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি ধর্মের নামে বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লুকিয়ে লুকিয়ে কেন! আমি তাই বলেছি। আমি যেটা বলি সেটা কোনও প্রমাণ ছাড়া বলি না। আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেওয়া হবে না তাদের আমি ছেড়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =