শান্তিপুরের মাঝেরপাড়া এলাকায় জয়ী বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপরদিকে বিজেপির তোলা গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির অভিযোগ গতকাল রাতে তারা যখন বাড়ির বারান্দাতে ঘুমোচ্ছিলেন তখন একদল দুষ্কৃতী এসে জয়ী বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে, যদিও একটি বোমা বিছানার উপরে পড়তেই আহত হয় এক নাবালক সহ এক পুরুষ ও মহিলা, এছাড়াও বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙেচুরে যায় বলে অভিযোগ বিজেপির। অপরদিকে গোটা অভিযোগ অস্বীকার করে বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে যান রানাঘাট পুলিশ জেলার এসডিপিও। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে শান্তিপুর থানার পুলিশ। কার্যত এই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =