নদীয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পড়ুয়াদের সংবর্ধনা দিলেন মন্ত্রী শশী পাঁজা।

নদীয়ার শান্তিপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন মন্ত্রী শশী পাঁজা। শান্তিপুরে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরী কক্ষে অনুষ্ঠিত হলো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় শান্তিপুরে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শান্তিপুরের বিধায়কের বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী শশী পাঁজা, সেখানেই ইতিহাস প্রসিদ্ধ রাধা কৃষ্ণ মূর্তিতে প্রণাম করে তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শশী পাঁজা। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক, পৌরসভার পৌরপতি, উপ পৌরপতি এবং শান্তিপুর পৌরসভা সহ শান্তিপুর ব্লকের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 8 =