সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার নন্দীগ্রাম থানার পুলিশ দাউদপুর এলাকার নয়নান গ্রামের জব্বার আলি বেগের বাড়ি থেকে নগদ ২,০০,০০০ টাকা ও প্রায় ১ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করে।তবে অভিযুক্ত জব্বার পলাতক। পুলিশ সূত্রে খবর নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর ৮ গ্রাম পঞ্চায়েতের নয়নান গ্রামের জব্বার আলি বেগ অতি সাধারণ দিনমজুর। এছাড়াও কখন কখনও রাজ্যের বাইরে ছাটাই লোহার কারবার করতেন। কিন্তু হঠাৎ করে সপ্তাহ খানেক আগে বাড়ি ফেরার পর তার চালচলনে অসংগতি এলাকাবাসীর নজরে আসে। নগদ টাকায় এলাকায় জমি কেনার কথাবার্তা শোনা যায়। সেইমত পুলিশের কাছেও এই মর্মে খবর আসে। পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করে। মঙ্গলবার রাতে অতর্কিতে পুলিশ জব্বারের বাড়িতে হানা দেয়। তবে ততক্ষণে জব্বার পরিবার নিয়ে গা ঢাকা দেয়। এলাকার লোকজনের সহযোগিতায় পুলিশ জব্বারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ টাকাও ১ লক্ষ টাকার সোনার অলংকার উদ্ধার করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্য সুমন রায় চৌধুরী জানান নগদ টাকা গহনা ছাড়াও মঙ্গলবার জব্বার ৬ লক্ষ টাকা দিয়ে সম্পত্তি কিনেছে বলে সূত্রের খবর। জব্বারের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =