হুগলির পুড়শুড়া বিডিও অফিস মোড়ে পথ অবরোধ।আরামবাগ মহকুমার ছটি ব্লক থেকে আশা কর্মীরা পুড়শুড়া বিডিও অফিসে এসে হাজির হন।প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভের কাজ থেকে অব্যাহতি চেয়ে পুড়শুড়া বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে আসেন আশা ও আইসিডিএস কর্মীরা। বিডিও তাদের স্মারকলিপি নিতে অস্বীকার করেন। তখনই আরামবাগ মহকুমার ছটি ব্লক থেকে আশা ও আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে পুড়শুড়া বিডিও অফিসের সামনে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধে শামিল হন। তাদের দাবি, অবিলম্বে আবাস যোজনার সার্ভের কাজ থেকে তাদের অব্যাহতি দিতে হবে। স্থানীয় বিডিওদের স্মারকলিপি নিতে হবে। যদিও পুড়শুড়া থানার পুলিশ এসে পথ অবরোধ তোলার চেষ্টা করলে বিক্ষোভ আরো বাড়ে।তবে প্রায় আধঘন্টা অবরোধের পর বিডিও স্মারকলিপি জমা নেওয়ার পর অবরোধ উঠে।

উল্লেখ্য,প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সার্ভে করা নিয়ে রাজনৈতিক চাপ আসছে বলে আতঙ্কে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ রাজনৈতিক নেতাদের মনমতো সার্ভে না হলে জুটতে পারে মারধর।এই আতঙ্ক থেকেই কাজে অব্যাহতির দাবী জানাই আশা ও আই সি ডি এস কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 19 =