আজই প্যারিস অলিম্পিক্সের শেষ দিন। আর এই মেগা প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানও আজই। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে নাম ঘোষণা হয়েছে পিআর শ্রীজেশের।প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকেরের নাম ভারতের মহিলা পতাকাবাহক হিসাবে বহু আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু পুরুষ পতাকাবাহক কে হবেন, সেই নিয়ে ছিল জল্পনা। তবে সেই জল্পনার অবসান ঘটল। মনু ভাকেরের সঙ্গে যুগ্ম পতাকাবাহক হিসাবে পিআর শ্রীজেশের নাম ঘোষণা করল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। ভারতীয় হকি দল পরপর দ্বিতীয় অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পরেই কিংবদন্তি গোলরক্ষককে পুরুষ পতাকাবাহক হিসাবে ঘোষণা করা হয়।আইওএ সভাপতি পিটি ঊষা তিনি বলেন, ‘নীরজ চোপড়াকেও এই দায়িত্বের জন্য ভাবা হয়েছিল। তবে নীরজ নিজেই শ্রীজেশকে দায়িত্ব দেওয়ায় খুশি। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =