পুজো মণ্ডপের পর এ বার আরজি কর নিয়ে বিক্ষোভের আঁচ গঙ্গার ঘাটেও। বিসর্জনের সময়ে কলকাতার গঙ্গার ঘাটে আরজি কর নিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। তার জন্য প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গার ঘাটে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। নজর রাখা হচ্ছে CCTV -তেও।

দশমীর দিন থেকেই কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে শুরু চলছে প্রতিমা নিরঞ্জন। যেখানে দেখা যাচ্ছে, বিসর্জনের শোভাযাত্রায় একদল মহিলা স্লোগান দিচ্ছেন, বাজছে কাঁসর বাজছে ঢাক, তিলোত্তমা বিচার পাক। এর পরেই সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশকে। বিসর্জনের সময়ে এই ধরনের স্লোগান দিলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলেই জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 14 =