আর শনিবার নয়াদিল্লিতে প্রথম ম্য়াচে পন্থদের সামনে হেনরিখ ক্লাসেনের সানরাইজার্স হায়দরাবাদ। যারা আইপিএলে একের পর এক ব্যাটিং বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড চলতি টুর্নামেন্টেই একবার গড়ে ফের তা ভেঙে নতুন মাইলফলক গড়েছে হায়দারাবাদ। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মারা রয়েছেন দুরন্ত ছন্দে।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর দিল্লির জনতার সামনে এই প্রথম খেলতে নামবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। শুরুর দিকে মন্থর ব্যাটিং করলেও, টুর্নামেন্ট যত এগোচ্ছে, ছন্দ ফিরে পাচ্ছেন পন্থ। সাত ম্যাচে জোড়া হাফসেঞ্চুরি সহ ২১০ রান করেছেন পন্থ। তাঁর স্ট্রাইক রেট ১৫৬.৭২, যা ২০১৯ সালের পর থেকে আইপিএলে সর্বোচ্চ। উইকেটের পিছনেও দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। আগের ম্যাচে মূলত উইকেটকিপিংয়ের জন্যই সেরার স্বীকৃতি পেয়েছিলেন পন্থ।

তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পন্থদের পরীক্ষা যে সহজ হবে না, বলাই বাহুল্য। পাওয়ার প্লে-তে ঝড় তুলছেন হেড, অভিষেক শর্মারা। তাঁদের আগ্রাসনের বিরুদ্ধে ইশান্ত শর্মা, খলিল আমেদদের পরীক্ষা।

শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে দিল্লি। অন্যদিকে হায়দরাবাদ শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে। আঙুলের চোটে এখনও কাবু দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। কোচ রিকি পন্টিং অবশ্য তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার ব্য়াপারে আশাবাদী। পন্টিং জানিয়েছেন, ৮৫-৯০ শতাংশ ফিট ওয়ার্নার। ওয়ার্নার ফিরলে তিনি সুমিত কুমারের জায়গায় দলে ঢুকবেন। তবে শাই হোপ বা জেক ফ্রেজ়ার ম্যাকগার্কের মধ্যেও কেউ একজন বসতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + ten =