রাজ্যব্যাপী বিভিন্ন ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজে নিযুক্ত করা হয়েছে আশা কর্মীদের। সেই কাজ থেকে অব্যাহতি চেয়ে শনিবার ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ধূপগুড়ি ব্লকের সদস্যরা। আশা কর্মীদের দাবি,সমীক্ষার কাজটি করতে গিয়ে দেখা যাচ্ছে আবাসন পাওয়ার উপযুক্ত অনেক নাম তালিকায় নেই। নাম বিয়োজনের ক্ষেত্রে আশা কর্মীদের অপব্যবহার বন্ধ করতে হবে। এমনকি নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। তারা জাতীয় স্বাস্থ্য মিশন ও স্বাস্থ্য দপ্তরের কর্মী হিসেবে কাজ করছে। তাদেরকে এই সমীক্ষার কাজে নিযুক্ত করায় গর্ভবতী মা ও শিশুদের নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত তারা যে কাজ করেন সেখানে অনেক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন আশা কর্মীরা। সেজন্য এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে আশা কর্মীরা স্মারকলিপি তুলে দিয়েছেন। যাতে অবিলম্বে তাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 6 =