প্রায় ৪ মাস পর সুপ্রিম কোর্টে উঠলো রাজ্যের ডিএ মামলা,শুনানি স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট

প্রায় চার মাস পরে সোমবার সুপ্রিম কোর্টে উঠলো রাজ্যের ডিএ মামলা।কিন্তু শেষ পর্যন্ত DA মামলার শুনানি স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট।কবে ফের DA মামলার শুনানি?এখনই জানায়নি সুপ্রিম কোর্ট।শীর্ষ আদালত সূত্রে খবর ছিল, সোমবার বিকেলে মামলাটির শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে ১১ বার এই মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি। হাজার হাজার সরকারি কর্মীরা DA এর অপেক্ষায়। এদিন পূর্ণ মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে সওয়াল করেন মামলাকারীরা।অপরদিকে ,আরো সময় চেয়ে কোর্টে পাল্টা সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। দীর্ঘ শুনানির পর কবে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করবে সেদিকে তাকিয়েই সরকারী কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − nineteen =