নানুরে জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখের নেতৃত্বে বিজয় মিছিল

গতকাল চতুর্থ দফায় নির্বাচন শেষ হতেই, আজ বোলপুর লোকসভা কেন্দ্রের নানুরে জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখের নেতৃত্বে শুরু বিজয় মিছিল। ৭০ হাজারেরও বেশি মিষ্টি ও সবুজ আবীর খেলার মধ্যে দিয়ে বিজয় মিছিলে মেতেছে তৃণমূল কংগ্রেস। মিছিলের প্রথম সারিতে ছিলেন জেলা সভাধিপতি কাজল সেখ, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অনেকেই।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখে দাবি করেন,”বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ২ থেকে ৩ লক্ষ ভোটে জয়লাভ করবে। বীরভূমে শতাব্দী রায় ১ থেকে ২ লক্ষ ভোটে জিতবে। ৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 2 =