টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। বহু প্রতীক্ষিত এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বার্বাডোজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে। আর কিছু সময় পরই শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ ফাইনাল। প্রায় একমাসের লড়াই শেষে কার মাথায় উঠবে ক্রিকেটে বিশ্বসেরার শিরোপা, তা ঠিক করবে বার্বাডোজের ব্রিজটাউনে স্টেডিয়াম। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ট্রফির লড়াই ঘিরে চড়ছে পারদ। রোহিত শর্মা ও এডেন মার্করানের দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আজ টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে মাটি ধরিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। অন্যদিকে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে। টি- ২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুদল। তার মধ্যে ভারত জিতেছে ৪ বার। দক্ষিণ আফ্রিকা জিতেছে ২ বার। তবে আজ রাতে হিসেব বদলানোর ম্যাচ প্রোটিয়াদেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =