মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জলঙ্গি-সাগরপাড়া-শেখপাড়া মেইন রাস্তায় সূত্র মারফত খবর পেয়ে নাকা চেকিং চালানোর সময় সন্দেহজনক মারুতি গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করতেই 1100 বোতল ফেনসিডিল নামক নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। ফেনসিডিল সহ গাড়িচালককে গ্রেফতার করে সাগরপাড়ার থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মুমিন হক ( 20 ) ওই ব্যক্তির বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃত ব্যক্তিকে বহরমপুর জেলা কোর্টে ৭ দিনর পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পাঠিয়েছে সাগরপাড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =