ফের বঙ্গে ভোট, আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে হবে উপনির্বাচন। ১০ জুলাই হবে ভোট এবং ১৩ জুলাই হবে ভোটের গণনা।

প্রায় দু’বছর পর এবার বিধায়ক পেতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। অবশেষে এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই ভোটগ্রহণ হবে এখানে। পাশাপাশি বিধানসভার উপনির্বাচন হবে এ রাজ্যের আরও তিন কেন্দ্রে। তালিকায় আছে রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জে। জানা যাচ্ছে ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তারপর ২৪ জুন স্ক্রুটিনি হবে। এরপর ১০ জুলাই ভোট এবং ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + sixteen =