রেল সূত্রে জানা গেছে, রবিবার মেন লাইনে হাওড়া থেকে শক্তিগড় ১৩ জোড়া এবং কর্ড লাইনে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত ১০ জোড়া স্পেশাল ট্রেন চলবে। বর্ধমান পর্যন্ত ট্রেন বাতিল থাকায় গন্তব্য পৌঁছানো এবং ফেরা নিয়ে অনিশ্চয়তায় যাত্রীরা। অনেকেই ট্রেন পরিষেবার বিকল্প হিসেবে বাস বা ট্রেকারে যাচ্ছেন গন্তব্য স্থলে।বর্ধমান ওভার ব্রিজের কাজ চলার জন্য পাওয়ার ব্লক থাকবে যে কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বর্ধমান শাখায় অনিয়মিত থাকবে রেল পরিষেবা।